দর্শক চাহিদায় শো বাড়লো ‘সুড়ঙ্গ’ সিনেমার (ভিডিও)

SHARE

 ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, শনিবার, ০১ জুলাই ২০২৩ : ঈদে মুক্তির পর থেকেই ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিশোর। যার ফলে অভিনেতাকে ঘিরে ভক্ত ও দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে।

Advertisement

এবার জানা গেল আরও এক নতুন খবর। দর্শকদের চাপ বেশি থাকায় রাত ১টায় ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হছে সিরাজগঞ্জের মিনি থিয়েটার ‘রুটস সিনেক্লাব’-এ। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী।

 

এক ফেসবুক স্ট্যাটাসে রাফী জানান, “সাধারণত দর্শক চাহিদার তুঙ্গে থাকা চলচ্চিত্রগুলো নিয়ে বিভিন্ন দেশে মাঝরাতেও প্রদর্শনী হতে দেখা গেলেও বাংলাদেশে এমন কোনও ইতিহাস আমার জানা নেই! তবে ‘সুড়ঙ্গ’ নিয়ে চাহিদার কারণে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলেছে সিরাজগঞ্জের ‘রুটস্ সিনেক্লাব’। তারা দর্শক চাহিদার কারণে রাত ১টায় বিশেষ ভিআইপি শো নামে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে আজ ১ জুলাই রাত ১টা থেকে। এটি আমার জন্য সুখের, উন্মাদনার, প্রাপ্তির।”

Advertisement

এই নির্মাতা আরও বলেন, পৃথিবীর প্রতিটি দেশে চলচ্চিত্র নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রিয় পরিচালক ও প্রিয় অভিনেতাদের নিয়ে এই উম্মাদনার খবর আমরা নিয়মিত পাই। তবে অভাগা বাংলাদেশের বেঁচে থাকা চলচ্চিত্র শিল্পের জন্য এই উন্মাদনা এখন মৃতপ্রায়! আশার কথা হচ্ছে, আমার ‘পারণ’ ও ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ক্ষেত্রে এমন উন্মাদনার কিছুটা দেখার সৌভাগ্য হয়েছে।

 

ঈদের দিন (২৯ জুন) দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

 

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। এছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

আর সেই প্রত্যাশার ফলই মিলতে চলেছে সিনেমাটি মুক্তির পর। ঈদের দ্বিতীয় দিনে প্রায় ১৫টি শো বেড়েছে স্টার সিনেপ্লেক্সে। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই শো বাড়ছে সুড়ঙ্গের।

এবার জানা গেল আরও এক নতুন খবর। দর্শকদের চাপ বেশি থাকায় রাত ১টায় ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হছে সিরাজগঞ্জের মিনি থিয়েটার ‘রুটস সিনেক্লাব’-এ। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী।

 

এক ফেসবুক স্ট্যাটাসে রাফী জানান, “সাধারণত দর্শক চাহিদার তুঙ্গে থাকা চলচ্চিত্রগুলো নিয়ে বিভিন্ন দেশে মাঝরাতেও প্রদর্শনী হতে দেখা গেলেও বাংলাদেশে এমন কোনও ইতিহাস আমার জানা নেই! তবে ‘সুড়ঙ্গ’ নিয়ে চাহিদার কারণে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলেছে সিরাজগঞ্জের ‘রুটস্ সিনেক্লাব’। তারা দর্শক চাহিদার কারণে রাত ১টায় বিশেষ ভিআইপি শো নামে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে আজ ১ জুলাই রাত ১টা থেকে। এটি আমার জন্য সুখের, উন্মাদনার, প্রাপ্তির।”

 

এই নির্মাতা আরও বলেন, পৃথিবীর প্রতিটি দেশে চলচ্চিত্র নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রিয় পরিচালক ও প্রিয় অভিনেতাদের নিয়ে এই উম্মাদনার খবর আমরা নিয়মিত পাই। তবে অভাগা বাংলাদেশের বেঁচে থাকা চলচ্চিত্র শিল্পের জন্য এই উন্মাদনা এখন মৃতপ্রায়! আশার কথা হচ্ছে, আমার ‘পারণ’ ও ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ক্ষেত্রে এমন উন্মাদনার কিছুটা দেখার সৌভাগ্য হয়েছে।

 

ঈদের দিন (২৯ জুন) দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

Advertisement

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। এছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।