তিন দিনব্যাপী নায়করাজের জন্মোৎসব

SHARE

19465নায়করাজ রাজ্জাকের জন্মদিন আসছে ২৩ জানুয়ারি। এদিনে তিনি ৭৫ বছরে পা রাখবেন। দিনটিকে ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আই।

চ্যানেলটি জানায়, ২১ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় থাকছে নায়করাজ অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মহিউদ্দীন। পরদিন ২২ জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় থাকছে রাজ্জাক অভিনীত নাটক ‘দায়ভার’। এটি পরিচালনা করেছেন তারই ছোট ছেলে সম্রাট। একই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজ্জাক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে নাচবেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা। অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন। রাত সাড়ে ১১টায় থাকবে অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’।

নায়করাজের জন্মদিনে ২৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করবেন খুরশীদ আলম ও আবদুল জব্বার। বেলা ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘নায়করাজের চার যুগ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী এবং পরিচালনা আবদুর রহমান।

দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে রাজ্জাক অভিনীত ছবি ‘অশিক্ষিত’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান।

এছাড়াও নায়করাজ রাজ্জাক-এর জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ‘আনন্দ আলো’ম্যাগাজিনের এর বিশেষ সংখ্যা।