সেতু না থাকায় ড্রামের ভেলায় করে স্কুলে যেতে হয় শিশুদের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), পটুয়াখালী প্রতিনিধি,বুধবার, ০৭ জুন ২০২৩ : সেতু নেই! তাই পারাপারের একমাত্র ভরসা ড্রামের ভেলা। আর সেই ভেলায় চেপে রশি টেনে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের।

Advertisement

প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার হতে হয় পটুয়াখালীর কলাপাড়ার ছয় গ্রামের শিক্ষার্থী, নারী-পুরুষসহ হাজার হাজার মানুষকে। এতে ঘটছে দুর্ঘটনাও।

Advertisement

 

স্থানীয়রা জানান, ১৫ থেকে ২০ বছর আগে এখানে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। জরাজীর্ণ হওয়ায় কয়েক মাস আগে ব্রিজটি অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। বিকল্প ব্যবস্থা না করে ব্রিজটি খুলে নেয়ায় পারাপার বন্ধ হয়ে যায় দুই পাড়ের মানুষের। পরে গ্রামবাসীর উদ্যোগে ড্রাম দিয়ে একটি ভেলা তৈরি করা হয়। ভেলার দুই পাশে রশি টেনে পারাপার হচ্ছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, খালটিতে একটি আয়রন ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে।

Advertisement

 
বড়হরপাড়া খাল পারাপার করতে হয় একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীসহ ছয় গ্রামের ২০ হাজার মানুষকে।