‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’

SHARE

1893‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’- এ স্লোগানে শুরু হচ্ছে মাদকবিরোধী বিতর্ক উৎসব-২০১৬। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামীকাল (মঙ্গলবার)  থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী এ বিতর্ক-উৎসবের আয়োজন করছে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মাদকাসক্তদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি তরুণ জনগোষ্ঠী। এই বিতর্ক উৎসব মাদকের কুফল তুলে ধরে তরুণদের মাদক ছাড়তে সহযোগিতা করবে।

উৎসবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সাউথ পয়েন্ট কলেজ, শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা ক্যান্ট কলেজসহ রাজধানীর নামকরা কলেজগুলোর অংশগ্রহণের কথা রয়েছে।