তুর্কমেনিস্তানে ধূমপান নিষিদ্ধ

SHARE

1859মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সব ধরনের তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করে একটি নতুন আদেশ জারি করেছেন। কেউ এ আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে জরিমানারও বিধান রাখা হয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কমেনিস্তানে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। ওই আদেশে বলা হয়েছে, কোনো দোকানে তামাকজাত পণ্য পাওয়া গেলে মালিককে শাস্তির মুখোমুখি হতে হবে। জরিমানা গুণতে হবে ১২শ মার্কিন ডলার (দেশটির মুদ্রায় যা ছয় হাজার ৯শ মানাত)।

তবে দেশটিতে ধূমপানের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্য এশিয়ার এই দেশে গণমাধ্যমের ওপর সরকারি নজরদারি ব্যাপক অাকারে রয়েছে। উত্তর কোরিয়ার পর তুর্কমেনিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে খারাপ বলে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইথ আউট বর্ডারসের অভিযোগ রয়েছে।

ধূমপানে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান আতাদার্দ ওডমানভকে চলতি মাসের শুরুর দিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।