ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ৩০ এপ্রিল নিখোঁজ হন চার শিক্ষার্থী। এ ঘটনায় তাদের অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক ডায়েরি করলেও, এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
Advertisement

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন: মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও একই গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের শাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।
Advertisement

এদের মধ্যে লিপি আক্তারের মা ফরিদা বেগম জানান, তার মেয়ে ও মেয়ের বান্ধবী আমেনা আক্তার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে প্রায়ই ২/৩ দিনের জন্য বাড়ি থেকে বিভিন্ন স্থানে যেত। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে যাওয়ার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান দিতে পারেনি কেউ।
Advertisement

Advertisement



