ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বাগেরহাট প্রতিনিধি,বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ : পুরুষের পাশাপাশি নারীদের মসজিদে নামাজ পড়ার বিধান থাকলেও, নানা কারণে বাংলাদেশের সেই প্রচলন নেই। তবে বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আওলিয়াবাদ জামে মসজিদ ও দশআনি বায়তুন নাজাত জামে মসজিদে নিয়মিত তারাবিহ্ নামাজ আদায় করছেন নারীরা। মসজিদে এসে নামাজ আদায় নারীদের আরও বেশি নেকি আদায়ের সুযোগ করে দিচ্ছেন বলে দাবি কর্তৃপক্ষের।
Advertisement

খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সোনাতলা মোড় এলাকায় তিনতলা বিশিষ্ট আওলিয়াবাদ জামে মসজিদের দুই তলায় নামাজ আদায় করেন নারীরা। ওঠানামার জন্য আলাদা সিঁড়িরও ব্যবস্থা আছে। গত পাঁচ বছর ধরে নারীরা এই মসজিদে কোনো প্রকার বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শরীয়ত সম্মতভাবে তারাবির নামাজ আদায় করছেন।
Advertisement

মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মো. মোবারক হোসেন বলেন, মুসল্লিদের আবেদনের প্রেক্ষিতে আমরা পাঁচ বছর আগে মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা করি। এরপর থেকে এখন পর্যন্ত নিয়মিত নারীরা তারাবিহ্ নামাজ পড়ছেন। ভবিষ্যতে জুম্মা ও ওয়াক্তের নামাজ আদায়েরও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
Advertisement

এদিকে দশআনি এলাকার বায়তুন নাজাত জামে মসজিদেও তিন বছর ধরে নারীরা নিয়মিত তারাবিহ্ নামাজ আদায় করছেন। একই সঙ্গে সেখানে নারীদের জুম্মার নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে। নারীরা সেখানে ওয়াক্তের নামাজও আদায় করতে পারেন। 
Advertisement

নাবিলা তাবাচ্ছুম নামের এক নারী বলেন, ‘মসজিদের নারীদের জন্য নামাজের ব্যবস্থা করাতে খুবই ভালো হয়েছে। তবে শহরের মসজিদগুলোতে যাতে নারীরা ওয়াক্তের নামাজ আদায় করতে পারেন, সে ব্যবস্থা রাখলে ভালো হয়।’
Advertisement

বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মো. বশির উদ্দিন বলেন, মহান আল্লাহ ইবাদতের জন্য নারী ও পুরুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছেন। যে যেমন ভাল কাজ করবেন আল্লাহ তেমন প্রতিদান দিবেন। মক্কা-মদিনা ও বিভিন্ন মুসলিম রাষ্ট্রে নারীরা মসজিদে নামাজ আদায় করেন। আমাদের দেশেও এটা শুরু হয়েছে। আমাদের এই মসজিদে শতাধিক নারী তারাবিহ্ ও জুম্মার নামাজ আদায় করেন।
তিনি আরও বলেন, ‘পুরুষরা জুম্মা ও ওয়াক্তের নামাজে মসজিদে আসেন। বিভিন্ন ওয়াজ মাহফিল ও ইসলামিক আলোচনায় যায়। কিন্তু নারীদের এ সুযোগ খুব সীমিত। তাই নারীদের মসজিদে আসা উচিত।’

                

