‘আন্দােলন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপর নির্ভর করছে’

SHARE

1736বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আন্দােলন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কাছে আবারো সময় চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ৫ মিনিট সময় দিতেন তাহলে আমাদের আন্দোলনের যৌক্তিকতা খুঁজে পেতেন।

তিনি আরো বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। মর্যদা রক্ষার আন্দোলনে কোনো ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, দাবি আদায়ে আন্দোলনের তৃতীয় দিন বুধবার কর্মবিরতি অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।