‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই করত তারা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মৌলভীবাজারের রাজনগর প্রতিনিধি, বুধবার, ২২ মার্চ ২০২৩ : মৌলভীবাজারের রাজনগরে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করার কথা বলে ছিনতাই করত একটি চক্র। এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২২ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৯ মার্চ রায়না বেগম (৪২) নামে এক নারী একটি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করেন।
Advertisement
বাড়িতে ফেরার পথে তারাপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে যাওয়ামাত্রই অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেবেন বলে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়। গত ২১ মার্চ রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Advertisement
রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো. সওকত মাসুদ ভূঁইয়া জানান, তিনি মঙ্গলবার মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন (৪৩), সিএনজি অটোরিকশাচালক আব্দুল মুসলিম (৪২), মো. আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেন। সালাউদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করেন।
Advertisement