জমি নিয়ে দ্বন্দ্ব: বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ (ভিডিও)

SHARE

https://youtu.be/KF3PQ1eRDEo

নরসিংদীর বেলাবতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হানিফ মিয়া নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিপক্ষের ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় বৃদ্ধের স্ত্রী ও সন্তানদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ হানিফ মিয়াকে উদ্ধার করে অভিযুক্ত দুলাল মিয়া ও তার ভাই বরজু মিয়াকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

Advertisement

জানা যায়, বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট গ্রামের আসমত আলীর ছেলে দুলাল মিয়া ও বরজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোল মাহমুদের ছেলে মো. হানিফ মিয়ার বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের কারণে হানিফ মিয়া আদালতে মামলা দায়ের করেন।
Advertisement
মামলা দায়েরের পর মামলা তুলে নিতে একাধিকবার গ্রাম্য সালিস বসে। চলতি মাসের ১৫ তারিখে ফের সালিস বসার কথা। কিন্তু ওই দিন সালিশ না হওয়ায় গেল রোববার আবার সালিসের তারিখ নির্ধারণ করা হয়। সেদিনও বৃষ্টির কারণে সালিস না বসায় ক্ষিপ্ত হয়ে দুলাল মিয়া ও বরজু মিয়াসহ কয়েকজন সোমবার বৃদ্ধকে বাড়ি থেকে ধরে নিয়ে দুলালের বাড়ির ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
Advertisement
পরে বৃদ্ধ হানিফ মিয়ার বাড়ির লোকজন ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে ছুটে যায় বেলাব থানা পুলিশ। বেলাব থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।