বিশুদ্ধ পানি পরিবহনের আড়ালে অস্ত্র-গুলি-ইয়াবা পাচার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লোহাগাড়া প্রতিনিধি,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : লোহাগাড়া উপজেলা থেকে পানির জারবাহী একটি কাভার্ড ভ্যান থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে বৃহস্পতিবার রাত দশটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের তারাকান্দা থানার বাসিন্দা ২৫ বছর বয়সী কাভার্ড ভ্যান চালক ফরিদ মিয়া এবং তার সহকারী চট্টগ্রামের জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার বাসিন্দা নুর হোসেন সবুজ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে ইয়াবাবাহী ঢাকাগামী কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালানো হয়।

Advertisement

এ সময় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা ছাড়াও কাভার্ড ভ্যান চালক ফরিদের কাছ থেকে একটি পিস্তল ও তার সহকারী সবুজের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিশুদ্ধ পানি পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে মাদক ও অস্ত্র ঢাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন।

Advertisement

এই ঘটনায় লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসএম শফিউল্লাহ।