ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ : যানজট সহনীয় রাখতে মিরপুরের ফুটপাতে নির্দিষ্ট সময়ের জন্য চালু করা ব্যবসার নিয়ম কাজে আসছে না।
Advertisement

সপ্তাহে পাঁচ দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসার সুযোগ দেওয়া হলেও সারাদিনই ফুটপাত থাকছে হকারদের দখলে। এতে চলাচলের পথ ছোট হয়ে গেছে। বেড়েছে যানজট। কোনো কোনো জায়গায় রাস্তার ওপরও বসেছে দোকান।
Advertisement

এ অবস্থায় দ্রুত উচ্ছেদ চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।
মিরপুর-১০ নম্বরে ফুটপাতের নির্দিষ্ট জায়গায় বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হকারদের বসার নিয়ম করে নগর কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে সপ্তাহের পাঁচ কর্মদিবসের জন্য এ নিয়ম চালু হলে তাকে স্বাগত জানিয়েছিল এলাকাবাসী। তবে পাঁচ মাস না যেতেই নিয়ম-কানুন সব শেষ।
Advertisement

মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দেখা যায়, ফুটপাতের সবটুকু জায়গা জুড়েই বসেছে দোকান। কোথাও কোথাও এমনভাবে দখল হয়েছে যে, হাঁটার পথটুকুও খালি নেই।`



