রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আজ

SHARE

3ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ : ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে হবে আজ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার পাঁচ বছরের মেয়াদকাল।

Advertisement

সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সিইসির সংক্ষিপ্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনে তিনিই হবেন রিটার্নিং কর্মকর্তা। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সে সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

Advertisement