‘বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী উচ্চ শিক্ষার কেন্দ্রস্থল’

SHARE

1390বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী উচ্চ শিক্ষার কেন্দ্রস্থল। এখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রিয় মাতৃভূমি ও আমাদের সমাজে আলোকচ্ছটা বিতরণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সেবায় অবদান রাখতে হবে। দেশ ও বিদেশে দেশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করাই তোমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিৎ।

রোববার মিরপুর সেনানিবাসের নিজস্ব ক্যাম্পাসে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানান।

এর আগে সকালে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপি’র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্‌, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, ফ্যাকাল্টি মেম্বাররা।