কেন্দ্রের আশপাশে নেই বিএনপি প্রার্থীর পোস্টার

SHARE

1267নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রের ত্রিসীমানায় বিএনপি’র ধানের শীষ প্রতীকের কোনো পোস্টার নেই। চারদিকে ছেয়ে গেছে নৌকা প্রতীকে।

সকাল সোয়া ৯ টায় সোনারগাঁয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে আসেন বিএনপি`র দলীয় প্রার্থী মোশাররফ হোসেন। রাতের আধারে পোস্টার সরিয়ে দেয়ার অভিযোগ করে মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রের আশপাশে অন্যান্য প্রার্থীর মতো আমার পোস্টার লাগানো ছিল। কিন্তু রাতের বেলা পোস্টার নামিয়ে দিয়েছে সরকারি দলের প্রার্থীর লোকজন।

এসব পোস্টার সরানোতে পুলিশ কিংবা নির্বাচন কমিশন কোন ধরণের ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, সোনারগাঁওয়ের মানুষ আমাকে চেনে। জনগণের ভোটে বিপুল ব্যবধানে আমি জয়লাভ করবো বলে আশা প্রকাশ করছি।
adnan
এদিকে সরেজমিন সোনারগাঁও পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় একই চিত্র। কেন্দ্রের আশপাশে নেই বিএনপি প্রার্থীর নাম-গন্ধ। আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা কেন্দ্রের বাইরে নিজের প্রার্থীর পক্ষে ভোট চাইলেও বিএনপির প্রার্থীদের গায়ে নেয় কোন ব্যাচ। প্রকাশ্যে ভোট চাওয়ার সাহসও পাচ্ছেন না তারা।

পোস্টার সরানোর বিষয়ে বিপক্ষ প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী রাব্বি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। দেশের মানুষ এলাকার মানুষ উন্নয়ন দেখছেন।