পদ্মা সেতু চালুর খবরে মোংলা বন্দরে আগ্রহ বাড়ছে রপ্তানিকারকদের (ভিডিও)

SHARE
Mongla-Port

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ০৪ জুন ২০২২ : খুলনা থকে সড়কপথে রাজধানীতে যেতে ফেরিঘাটে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। পদ্মা সেতু চালু হলে মূল্যবান সময় যেমন বাঁচবে, তেমন কমবে দুর্ভোগও।

দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা থেকে মাওয়া হয়ে ঢাকায় চলাচল করে হাতে গোনা কয়েকটি পরিবহন। পদ্মা সেতু চালুর খবরে রুটে বাসের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা।

সড়ক পথে সরাসরি যোগাযোগ না থাকায় আগে মোংলা বন্দরে তেমন আগ্রহ ছিলো না তৈরি পোশাক শিল্প মালিকদের। পদ্মায় সেতু চালুর পর অবস্থা অনেক খানি বদলাবে আশা মংলা বন্দর কর্তৃপক্ষের।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা জানান, পদ্মা সেতু চালু হলে আমাদের রপ্তানিকারকরা এ পথে ঝুঁকছেন কারণ পদ্মা সেতু চালু হলে সড়ক পথে এ বন্দরের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। যার ফলে সময় বাঁচবে।

পদ্মা সেতু চালুর খবরে মোংলা বন্দরে আগ্রহ দেখাতে শুরু করেছেন রাজধানীর রপ্তানিকারকরা। খুলনা ও আশপাশে গড়ে ওঠছে নতুন নতুন শিল্প কারখানা। এরই মধ্যে খুলনা ঘিরে তৎপরতা বেড়েছে শিল্প উদ্যোক্তাদেরও। নগরীর আশপাশে অনেকেই কিনেছেন জমি। গড়ে তুলছেন নতুন নতুন কারখানা।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস জানান, এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়লে খুব কম খরচে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারবে।

ঢাকা থেকে মাওয়া হয়ে খুলনার দূরত্ব ২শ’ ২৫ কিলোমিটার।