জামালপুরে ভুয়া প্রকল্পে চেয়ারম্যান-মেম্বারের লাখ লাখ টাকা আত্মসাৎ (ভিডিও)

SHARE

জামালপুরে ভুয়া প্রকল্পে চেয়ারম্যান-মেম্বারের টাকা আত্মসাৎ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুরের মেলান্দহ প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ : ‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই।’ এমন কথারই বাস্তব চিত্র যেন জামালপুরে ‘অতি দরিদ্র্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’।

অতি দরিদ্রদের নামে প্রকল্প। কাজের কাজ হয়নি কিছুই। কিন্তু খরচ হয়েছে বরাদ্দের সব টাকা। ইটের রাস্তায় মাটি কাটার নামেও আত্মসাৎ হয়েছে অর্থ। জামালপুরে এমন পুকুর চুরির খোঁজ মিলেছে।

নাম মাত্র কাজ দেখিয়ে জামালপুরের মেলান্দহে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এই প্রকল্প থেকে হাতিয়ে নেয়া হয়েছে লাখ লাখ টাকা।

ঘোষের পাড়ায় এলজিইডি’র পাকা রাস্তা ও ইটের রাস্তায় মাাটি কাটার নামে বরাদ্দ ছিল মোট ৩৭ লাখ টাকা। যেখানে ২০০ শ্রমিকের কাজ করার কথা থাকলেও কাজ করছেন দুজন। শ্রমিকদের মজুরী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নিচ্ছেন মেম্বার ও চেয়ারম্যানসহ প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্পের আওতায় চরপলিশা আকন্দবাড়ি কবরস্থানে মাটি ভরাটের জন্য বরাদ্দের ১৬ লাখ টাকার কথা জানেই না কবরস্থানে কমিটি।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. রাজ্জাক কাছে অবশ্য এর কোনো সদুত্তর মেলেনি।

মেলান্দহে ১১ টি ইউনিয়নে এই কর্মসূচির আওতায় বরাদ্দ দেয়া হয় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ৩১ মার্চ যার মেয়াদ শেষ হলেও কাজ বাকি অনেক।