ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুর প্রতিনিধি,শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ : ফরিদপুরে ডাবের পানিতে চেতনা নাশক খাইয়ে অচেতন করে একটি সোনার দোকান থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরির মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ ও শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারী হলেন- চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামের কাজল আক্তার সোহানা (২৫) ও একই ইউনিয়নের চরআমরাপুর গ্রামের রিমি আক্তার (২২)।
বৃহস্পতিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, শহরের নিলটুলী মহল্লার তারকেশ্বর জুয়েলার্সের মালিক শংকর দত্ত (৫০) গত বুধবার ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ওই দুই নারী মাঝে মাঝে তার দোকানে আসতো। পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১৭ এপ্রিল বিকেলে দোকানে এসে সোনার চেইন কেনার কথা বলে এবং বিভিন্ন ধরণের চেইন সম্পর্কে অবগত হন। পরের দিন সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই দুই নারী দোকানে ঢুকে তাকে (শংকরদত্ত) কৌশলে ডাব খাইয়ে অচেতন করে দোকান থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে চলে যায়। এ ব্যাপারে বুধবার (২০ এপ্রিল) ফরিদপুর কোতয়ালী থানায় ওই দুই নারীসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন শংকরদত্ত।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার এসআই সুজন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহানাকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ৫টি চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে সোহানার দেওয়া তথ্যমতে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কমলাপুর মহল্লার ডিআইবি বটতলা এলাকা হতে রিমি আক্তারকে গ্রেফতার করা হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আসামিরা ফরিদপুর শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় ভাড়া থেকে বিত্তবান বিভিন্ন লোকদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া সহ চুরি মাদক ও নানা অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকে। আসামি সোহানার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকসহ দুটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, আসামি ওই দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।