দিনে গাড়ির হেলপার, রাতে ন্যাংটা চোর

SHARE
Thief

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৫ নভেম্বর ২০২১ : গায়ে কোনো পোশাক নেই, পাগলের ভাব ধরে বছরের পর বছর উলঙ্গ হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করছে চক্রটি। তবে চোরের ১০ দিন তো গেরস্তের এক দিন। অভিনব কায়দায় কুড়ি বছর চুরি করে পার পেয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এমনই একটি চক্রের চার চোরকে আটক করেছে পুলিশ।

কথায় আছে চোরে চায় ভাঙা বেড়া। তবে সিঁধেল চোরের চেয়েও এক কাঠি সরেস এই চোর। কিন্তু কেন এই অভিনব কায়দায় চুরি?

সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত হওয়া নুরু জামালের সহায়তায় ধরা পড়েছে তার তিন সহযোগিরা। পুলিশ জানায়, দিনে গাড়ির হেলপারি, হকারি করলেও মূলত চুরি তাদের পেশা। সাধারণত গুলশান, বনানী, নিকেতন, উত্তরা, গাজীপুরে ঘুরে ঘুরে চুরি করে এই চক্রটি।

ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, চক্রটি মূলত পাগলের বেশ ধরে এবং চুরি করার সময় ন্যাংটা থাকে। আটক চারজনের দেয়া তথ্য মতে ৩২টি চোরাই মুঠোফোন ও ১২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তবে এই চক্রের সঙ্গে আরও কারা এবং কিভাবে জড়িত তাও তদন্ত করে দেখা হবে।