ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

SHARE

1046ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সোমবার ভোরের দিকে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির বোর্নিও দ্বীপের কালিমান্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটি উপকূলীয় নগরী তারাকান থেকে ৩৪ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোন ক্ষতির খবর পাওয়া না গেলেও ওই সময় বিভিন্ন ভবন ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের আসতে দেখা গেছে।

গত মাসে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। নভেম্বরে দেশটির সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে সে সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।