ধর্মনিরপেক্ষতা নিয়ে আ. লীগের গর্ব করার কিছু নেই

SHARE

1009ধর্মনিরপেক্ষতা নিয়ে আওয়ামী লীগের গর্ব করার কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা ধর্ম নিরপেক্ষ হতে চাই না। আমরা অসম্প্রদায়িক হতে চাই।

রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের সঙ্গে বড়দিন উপলক্ষে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, সব ধর্মের লোক আমরা একসঙ্গে থাকতে চাই। অসম্প্রদায়িক হওয়া বড়ই কঠিন। ধর্ম জাতীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। এটাকে আলাদা করা যায় না।

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে হয়তো ক্ষমতার পালাবদল হবে না। তবে ভোটযুদ্ধের মাধ্যমে জনগণ এই সরকারকে প্রত্যাখান করেছে এটা প্রমাণ করতে হবে।

তিনি বলেন, ভাঙ্গা নৌকা নিয়ে প্রতিযোগীতায় নেমে শেখ হাসিনা দুঃসাহস দেখিয়েছেন। সুষ্ঠু নির্বাচন করে প্রধানমন্ত্রীকে আরেকটি দুঃসাহস দেখানোর আহ্বান জানান তিনি। গায়ের জোরে ক্ষমতায় থাকলে হিতে বিপরীত হবে, অতীত ইতিহাস সেটাই বলে মন্তব্য করেন তিনি।