২৬ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪;কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২২ মে ২০২১ : ২৬ মে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। ভারতের উত্তর আন্দামান সাগরে এ ঝড়ের উৎপত্তিস্থলে একটি লঘুচাপ সৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছাতে পারে ঘূর্ণিঝড়টি।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মের দিকে বাংলাদেশ উপকূলের কাছাকাছি বা উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘যশ’। ওমানের ভাষায় এ শব্দের অর্থ ‘হতাশা’।উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হলে তা শক্তিশালী হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এদিকে এ কারণে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাজুড়ে ভ্যাপসা গরম অনুভূতি বাড়বে।