প্রথমবারের মতো মঙ্গলের আকাশে উড়লো নাসার হেলিকপ্টার(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিধি,২০ এপ্রিল : প্রথমবারের মতো মঙ্গলগ্রহের আকাশে উড়লো নাসার হেলিকপ্টার। গ্রীনিচ সময় সোমবার ভোরে হেলিকপ্টারটি উড়াতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসা।

নাসা জানায়, ইনজেনুইটি নামের এই হেলিকপ্টারটি মঙ্গলপৃষ্ঠের ৩ মিটার উপর দিয়ে প্রায় ৪০ সেকেন্ড উড়ে বেড়ায়। এর ওজন মাত্র ১ কেজি ৮০০ গ্রাম। স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলে হেলিকপ্টার ওড়ার খবর পায় নাসা।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ইনজেনুইটি ম্যানেজার জানান, ভিনগ্রহে মানুষের তৈরি প্রথম কোন উড়োযান উড়ল। হেলিকপ্টারটি ওড়ার সময় ল্যাবেরেটরির সবাই উল্লাসে ফেটে পড়ে।

গত ৩০ জুলাই মঙ্গলযান পারসেভারেন্স এর মাধ্যমে গ্রহটিতে পাঠানো হয় এই হেলিকপ্টার।