জাতীয় পরিচয়পত্রে ভূলে ভরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কালাই (জয়পুরহাট) প্রতিনিধি,০৬ জানুয়ারি ২০২১ : ছেলের চেয়ে মা, মাত্র আট মাসের বড়। আর বাবা-ছেলের বয়সের তফাৎ চার বছর। জাতীয় পরিচয়পত্রে এমন অদ্ভুত সমীকরণ জন্ম দিয়েছে, নানা জটিলতার। বেশ ক’বার সংশোধনের চেষ্টা করেও সমাধান পায়নি, জয়পুরহাটের হতদরিদ্র একটি পরিবার। নির্বাচন কর্মকর্তা বলছেন, উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে, স্মার্টকার্ড সংশোধনের উদ্যোগ নেয়া হবে।

জয়পুরহাট কালাই উপজেলার বালাইট গ্রামের মো. মোছলিম উদ্দিন। বয়সের ভারে ন্যুব্জ। তারপরও বিরাম নেই, সংসার চালাতে হাত পাততে হয় মানুষের কাছে।

হতদরিদ্র মোছলিম উদ্দিনের পুরো পরিবারটি পড়েছেন অদ্ভূত এক জটিলতায়। ভুলে ভরা যে জাতীয় পরিচয়পত্র তারা হাত পেয়েছেন তাতে ছেলের থেকে মা বড় মাত্র আট মাস। আর বাপ ছেলের বয়সের তফাৎ চার বছর।

জাতীয় পরিচয়পত্রে বয়সের এমন দোলাচলে দিন কাটছে স্থানীয় আরও অনেকের। বিভিন্ন সময় সংশোধনের চেষ্টার পরও মিলছেনা সমাধান।

যদিও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলছেন, উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে স্মার্টকার্ড সংশোধনের উদ্যোগ নেয়া হবে। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।