অবশেষে জোকোভিচের জয়রথ থামালেন ফেদেরার

SHARE

দুর্দান্ত রজার ফেদেরার৷ গতকাল মঙ্গলবার রাতে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ম্যাচে 4নোভাক জোকোভিচের টানা ২৩ ম্যাচে জয়ের দৌড় থামিয়ে দিলেন সুইস তারকা৷ খেলার ফল রজারের পক্ষে ৭-৫, ৬-২৷
গত আগস্টে সিনসিনাটি ওপেনে ফেডেরারের কাছেই বিশ্বের একনম্বর টেনিস তারকা শেষ বার হেরেছিলেন৷ লন্ডনের ০২ এরিনায় এদিনের ম্যাচে প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকাকে দাঁড়াতেই দেননি রজার৷ প্রায় ১৮ হাজার দর্শকের সামনে হাড্ডাহাড্ডি লড়াইতে ৭-৫ গেমে প্রথম সেট জেতেন তিনি৷ কিন্তু দ্বিতীয় সেটে এই মুহূর্তে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় ৬-২ গেমে উড়িয়ে সেট ও ম্যাচ পকেটে পুরে নেন ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী সুইস খেলোয়াড়টি৷
অবশ্য ম্যাচে জিতলেও ফেদেরারের কাছে জোকোভিচই টুর্নামেন্ট জেতার ব্যাপারে সেরা৷ টুর্নামেন্টের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করার পর তিনি জানান,‘আমি জানি এটা আমার কাছে বড় জয়৷ যা আমাকে চলতি টুর্নামেন্ট ও পরের বছর ভালো খেলতে সাহায্য করবে৷ নোভাকের মতো সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে জয় সবসময় আমাকে আত্মবিশ্বাসী করে তোলে৷ তবে আমার মতে জোকোভিচই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়৷’ এর সঙ্গেই তিনি যোগ করেন,‘আমি যতদূর জানি যেভাবেই হোক নোভাক সেমিফাইনালে ঠিক পৌঁছবে৷ কারণ চলতি মরশুমে ওর ফর্ম দুর্দান্ত ছিল৷ এই হারের পর ওকে দ্বিতীয়বার হারানোটাও কঠিন হয়ে পড়বে৷’