পুলিশ সুপার আশেয়া সিদ্দিকা
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গোপালগঞ্জ প্রতিনিধি,১০ ডিসেম্বর : গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে বদলি করা হয়েছে। তার স্থলে আশেয়া সিদ্দিকাকে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে (পিপিএম, বার) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কার্যালয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকাতে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
তার স্থলে সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর ঢাকা থেকে আয়েশা সিদ্দিকাকে (পিপিএম-সেবা) গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।