টাকা ফেরত চান ফুলবাড়িয়া মার্কেটের দোকানিরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৯ ডিসেম্বর : ফুলবাড়িয়া সুপার মার্কেট দুইয়ে নকশাবহির্ভূত দোকান বৈধ করার জন্য দেয়া টাকা ফেরত চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, সিটি করপোরেশন থেকে অস্থায়ী বরাদ্দ না দিলে মার্কেট কমিটির কথায় সবাই এতো টাকা দিতো না। এখন প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়েছিলো কর্তৃপক্ষ।

চার-চারটি দোকান। কারখানার ৬০ জন কর্মচারী। কপালের লিখন, এমন বিপর্যয় নেমে আসবে স্বপ্নেও ভাবেননি ব্যবসায়ি ফারুক। ধ্বংসস্তুপে চাপা পড়া রুটিরুজির জন্য কমিটির কথা মতো যে লাখ লাখ টাকা দিয়েছেন এখন সেই টাকা ফেরত চান তিনি।

শুধু ফারুক নন, তারমতো হাজারো ব্যবসায়ীর কণ্ঠে এমন আর্তনাদ ফুলবাড়িয়ার আকাশে বাতাসে।

সরল মনে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে টাকা দিয়েছেন, কেননা খোদ করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী ভিত্তিতে নকশাবহির্ভূত দোকান বরাদ্দ পেয়েছিলেন তারা।

দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে মার্কেটের ভেতরে নকশা বহির্ভূত দোকান গুড়িয়ে দেয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

প্রশ্ন উঠেছে মূল ভবনের একই পাইলিংয়ে কিভাবে বছরের পর বছর ধরে এমন স্থায়ী কাঠামো গড়া হলো তা নিয়ে।