আশঙ্কা ও আবেগের ম্যাচ জিততে পারল না ফ্রান্স

SHARE

2সত্যিই আবেগঘণ ম্যাচ৷ জঙ্গি হামলার পরে মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নেমেছিল ফ্রান্স ৷ তাই এই ম্যাচ ঘিরে জমেছিল অনেক আবেগ,অনেক ভালোবাসা ও অনেক আশঙ্কা৷ সেই আবেগের ম্যাচে ইংল্যান্ডের কাছে দু’গোলে হেরে গেল ফ্রান্স৷ অন্যদিকে মাত্র চার দিনের ব্যবধানেই ফের জয়ে ফিরল ইংল্যান্ড৷ শুক্রবার স্পেনের কাছে ২-০ গোলে হেরেছিল রয় হদসনের ছেলেরা৷ তারপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড৷ ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার রাতে জঙ্গি হামলায় ১২৯ জন নিহত হয় । তারপর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ম্যাচটি আয়োজন করা নিয়েই সন্দেহ জাগে। তবে সব শঙ্কা দূরে ঠেলে দুই দলের ইচ্ছাতেই বল মাঠে গড়ায়৷সেই আবেগের ম্যাচে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারল না ফ্রান্স ৷ বরং ঘরের মাঠে পরিচিত পরিবেশে নিজেদের মেলে ধরলেন ওয়েন রুনিরা৷ ম্যাচের ৩৯ মিনিটে ডেল আলি গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল ইংল্যান্ড৷ বিরতির পরে রুনি গোল করে দলের পক্ষে ব্যবধান বাড়ান৷ শেষ পর্যন্ত দু’গোলেই ম্যাচ জেতে ইংল্যান্ড৷