ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নেত্রকোনা প্রতিনিধি,২৭ অক্টোবর : নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুরে মাত্র ৫ কিলোমিটার সড়কে রয়েছে ২০টি সাঁকো। এতে ১২টি গ্রামের ২০ হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছে না।
একটি সাঁকো পার হয়ে কিছুদূর এগুতেই আর একটি সাঁকো। তাও আবার নড়বড়ে। বাঁশ বিছিয়ে তৈরি এসব সাঁকোর কোন কোনটির নিচ দিয়ে বইছে প্রবল স্রোত। এপার-ওপার হওয়ার সময় নিচে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, বারহাট্টার রায়পুরের এই পুরনো সড়কটি এলাকার ঝাউয়াইল, শিমুলিয়া, মাইঝপাড়া, পারুয়া, নগদাপাড়া, হাপানিয়া, চাকুয়া, চিচড়াকান্দা, রায়পুর, কান্দাপাড়া, তিলসিন্দুর, গাইকুড়িবরসহ ২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে অসংখ্য ভাঙাখাদের সৃষ্টি হয়েছে। প্রতিটা খাদের ওপর বাঁশ রেখে সাঁকো তৈরি করে পথ চলছেন স্থানীয়রা।
বারবার সাঁকো পার হওয়ার দুর্ভোগে এলাকাবাসী এখন অতিষ্ঠ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ অবর্ণনীয়। শিশু শিক্ষার্থীরা সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে অনেক সময় কাপড় ভিজে বই-খাতা হারায়। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে না পারায় চরম দুর্ভেোগ পোহাতে হয়।
এলাকার একাধিক এলাকাবাসীই আলাপকালে এই সাঁকো কষ্টের কথা জানান।


