আজ শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৩ অক্টোবর :র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি আছে। হয়তো বা আমরা শিগগিরই এটার একটি নিষ্পত্তি করতে পারব। এখনি তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সমীচীন হবে না।’
আজ শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।
গত ৩১ জুলাই রাতে অর্থাৎ ঈদুল আজহার আগের রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার, ফাঁড়ি ইনচার্জ লিয়াকত আলীসহ এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সিনহা রাশেদ হত্যা মামলাটির তদন্ত করছে র্যাব।
দুর্গাপূজা আয়োজনের ব্যবস্থাপনা সম্পর্কে র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে যেখানে রয়েছেন, আমরা সবাই নিজ নিজ আচার-অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। তবে বিশেষ করে সবাই উৎসবমুখর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা পালন করে থাকি। এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই ঘুরতে আসেন, উদযাপন করেন। শুধু হিন্দু ধর্মাবলম্বী বলেই নয়, দুর্গাপূজায় অনেকেই আনন্দ করেন।’
র্যাবের ডিজি আরো বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার অনেক পরিবর্তন এসেছে। এরপরও আমরা অনেক কিছু উদযাপন করেছি। এর আগে আশুরা উদযাপিত হয়েছে। এখন বিয়ের বা সামাজিক অনুষ্ঠানও সীমিত পরিসরে চলছে। এখন চলছে দুর্গাপূজা। এবার রমনা কালী মন্দির দুর্গাপূজা উৎসব উদযাপন কমিটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এক লাখ মাস্ক বিতরণ করছে সুরক্ষার জন্য।’