মেঘনায় ৩৫ ক্যান বিয়ারসহ কুস্তিগীর কালাই আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,২৩ অক্টোবর : কুমিল্লার মেঘনা উপজেলা থেকে ৩৫ ক্যান বিদেশী বিয়ারসহ মোহাম্মদ কালাই নামের এক যুবককে আটক করে মেঘনা থানা পুলিশ।
গতকাল ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের জয়পুর বায়তুল নূর জামে মসজিদের সামনের সরকারি পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে মেঘনা থানার চৌকশ এস আই আবদুস সাত্তার।
সে আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী গ্রামের নামকরা কুস্তিগীর হিসেবেই বেশ পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে মেঘনার অনেকেই জানান, মেঘনা উপজেলার একজন আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া এক মাদক সম্রাট উজানচর গ্রামের জাহিদ রেন্টকারের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেনের কাছ থেকে বিয়ারগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।বর্তমানে জাকির হোসেন প্রখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত,কিছু দিন আগে ২০ লক্ষ টাকার বিনিময়ে মানিকার চর ইউনিয়ন যুবলীগের পদ বাগিয়ে নিয়ে, দলীয় পদ দখল করে বেশামাল হয়ে মাদক ব্যবসা শুরু করে বলে একটি সূত্র জানায়।।
এলাকাবাসীর দাবী, অনতিবিলম্বে গ্রেফতার হওয়া কালাই এর গডফাদার মোঃ জাকির হোসেন কে ও গ্রেফতার করা হোক।