রাজনৈতিক প্রভাবে গড়ে তোলা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,৩১ আগষ্ট : চট্টগ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্রের গড়ে তোলা সাড়ে তিনশোর বেশি অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর আমিন জুটমিল এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা এ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন ও রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় একের পর এক অবৈধ স্থাপনা। নগরীর আমিন জুট মিল রেলওয়ে কলোনি থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক এবং রেলওয়ে পূর্বাঞ্চল ভূ-সম্পত্তির কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে উচ্ছেদ করা হয় পাকা-আধা-পাকাসহ নানা অবৈধ স্থাপনা। তবে বসবাসকারীরা বলছেন, তাদের সময় দেয়া হয়নি।

উচ্ছেদ হওয়া এক পরিবারের সদস্য কাঁদত কাঁদতে বলেন, ‘নোটিশ- মোটিশ কিছু দেয়নি।’

আরেকজন বলেন, ‘দোকানের জন্য টাকা দিছি এখনও এক বছর হয়নি।’

রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র রেলের গা ঘেঁষে অতি ঝুঁকিপুর্ণভাবে গড়ে তুলেছে এ স্থাপনা। চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান চক্রের টার্গেট নিরীহ ও অসহায় মানুষ।

তিনি বলেন, ‘আমরা খুঁজে দেখবো এর পেছনে কারা কারা জড়িত।’

রেলওয়ে পূর্বাঞ্চল ভূ-সম্পত্তির কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ‘নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে সমস্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।’

দেড় একর জায়গার ওপর গড়ে ওঠা সাড়ে তিনশো স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।