বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বান্দরবান প্রতিনিধি,০৬ জুলাই : বান্দরবান শহরে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।গতকাল রবিবার (৫ জুলাই) সকালে চাঁদা চাঁদাবাজির অভিযোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌরসভা এলাকা কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকার গুনধন ত্রিপুরার ছেলে ওয়াসিম ত্রিপুরা ও মধ্যম পাড়ার চায়হ্লা প্রু মারমার ছেলে অংথোয়াই চিং মারমা।পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে চাঁদা আদায় করার সময় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কলা বাজার গলি থেকে এক আম ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা লেনদেন করার সময় গোয়েন্দা সংস্থা ও পুলিশের হাতে তারা আটক হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল বান্দরবান-হ ১১-১৭০১ জব্দ করা হয়।এদিকে আটক অংথোয়াই চিং মারমার স্ত্রী য়ইন হ্লা মারমা দাবি করে বলেন, আমার স্বামী একজন ঢাকা বিজিএমসি ক্লাবের ফুটবল খেলোয়াড় এবং বান্দরবান ফুটবল একাডেমির কোচ। সে কখনো চাঁদাবাজি করতে পারেনা।ঘটনার সময় সে ঘটনাস্থলের পাশে যাওয়ার সময় তাদের হাতাহাতি দেখে ত্রিপুরা যুবককে বাঁচাতে চাইলে ওই ঘটনায় ফেঁসে যায়।এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।