ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০৭ এপ্রিল : করোনাভাইরাস নিয়ে আজ (৭ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
তিনি বলেন, ‘আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। যার সঙ্গে চট্টগাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার কর্মকর্তা এবং জনপ্রতিনিধি সংযুক্ত থাকবেন।’
আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সোমাবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসে দেশে আরো তিন জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জনকে সংক্রমিত হয়েছে। এতে এ পর্যন্ত ১২ জনের প্রাণহানী ঘটেছে।’
ফ্লোরা আরো বলেন, ‘আরো ৩৫ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬৪ জন, ২৩ জন নারায়ণগঞ্জে, ১১ জন মাদারীপুরে এবং ৫ জন গাইবান্ধার বাসিন্দা রয়েছেন।
তথ্যসূত্র: বাসস


