আঁখি ও ঐশীর রবীন্দ্রসংগীত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২৮ মার্চ : দুই প্রজন্মের দুই কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও ঐশী এবার গাইলেন রবিঠাকুরের গান। অডিও কিংবা ভিডিও আকারে প্রকাশের জন্য নয়, তারা রবীন্দ্রসংগীত গেয়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ করার প্রয়াসে।

সম্প্রতি সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের পিয়ানোতে রবীন্দ্রনাথের প্রার্থনাসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সুর তুলেছিলেন। সেটি ‘গানবাংলা পরিবার’ ফেসবুক গ্রুপের শিল্পীদের কাছে পাঠানোর পর ঘরে বসেই গানটিতে কণ্ঠ দেন আঁখি আলমগীর ও ঐশী।

তাদের পাশাপাশি আরও নয় শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন। আর এই অভিনব উদ্যোগের প্রশংসা পেতেও সময় লাগেনি শিল্পী ও সংগীতায়োজকের। এ নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘তাপস যখন পিয়ানোতে সুরটা তুলে পাঠাল, আমার এত ভালো লাগল, আমিও তাতে কণ্ঠ মেলালাম।

এরপর ঐশীসহ অন্য শিল্পীরা কণ্ঠ মেলান পিয়ানো বাদনের সঙ্গে। এই দুঃসময়ে শিল্পীদের এই সম্মিলিত উদ্যোগ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার সাহস জোগাবে বলেই আমার বিশ্বাস।’ তার এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন ঐশী নিজেও।