মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক ৩

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মাদারীপুর প্রতিনিধি,১৬ মার্চ : মাদারীপুর সদর উপজেলার পৌরসভাধীন পশ্চিম খাগদি এলাকার চায়না বেগম নামে এক ব্যক্তির বাড়িতে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় দুই তরুণ-তরুণীকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম খাগদি এলাকার চায়না বেগমের বাড়িতে প্রায়ই অসামাজিক কর্মকান্ড হয় এমন অভিযোগ স্থানীয়দের।

গতকাল রবিবার রাতে ওই বাড়িতে কামাল বেপারী ও ২৫ বছর বছর বয়সী এক তরুণীকে স্থানীয়রা আটক করে। আটক কামাল বেপারী সদর উপজেলার দক্ষিণ দুধখালি গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ বাড়ির মালিক চায়না বেগমসহ ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে য়ায়। এদিকে এই ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বাড়ির মালিক চায়না বেগম একই এলাকার আবুল মোল্লার ছেলে সজিবের মাথায় আঘাতসহ আরো ৩ জন আহত বলে দাবি স্থানীয়দের। আহত সজিবকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় নয়ন মোল্লা জানান, ‘দীর্ঘদিন ধরে চায়না বেগম ও কামাল অসামাজিক কর্মকান্ড করে আসছে। বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে দেহ ব্যবসা করায়। রবিবার রাতে বিষয়টি টের পেয়ে আমরা আটক করে থানায় খবর দেই। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় চায়না একই এলাকার আবুল মোল্লার ছেলে সজিব মোল্লার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।’মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. ইব্রাহিম জানান, ‘অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মামলার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’