আলুর বস্তায় ফেনসিডিল পাচার, আটক ১

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিরামপুর প্রতিনিধি.১১ মার্চ : আলুর বস্তায় ফেনসিডিল পাচারের অভিযোগে মোহাম্মদ আব্দুর রাজ্জাক সুমন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিরামপুর ঘাট পাড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক সুমন হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মনির ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আলুর বস্তার ভেতর বিশেষভাবে রাখা অবস্থায় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিরামপুর কাটলা ব্রিজের ওপর অবস্থান নেয় পুলিশ।

এ সময় ব্রিজের পশ্চিম পাশে আব্দুর রাজ্জাক সুমন নামের ওই যুবককে আটক করে তার কাছে থাকা আলুর বস্তায় ১৫০ বোতল ফেনসিডিল এবং সাদা রঙের একটি বাজারের ব্যাগে ৮০০ পিস এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ওই যুবককে আটক করে বিরামপুর থানা হেফাজতে নেওয়া হয়।

ওসি আরো বলেন, ওই যুবকের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে।