প্যারিস হামলায় ভেনিজুয়েলার ৩ নাগরিক আহত

SHARE

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভেনিজুয়েলার তিন নাগরিক 6আহত হয়েছে।
রোববার কারাকাসে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত ফ্রেডেরিক দেসাগনেয়াউক্স একথা জানিয়ে বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলায় ভেনিজুয়েলার তিন নাগরিক আহত হয়েছেন। প্যারিসে ভেনিজুয়েলার দূতাবাসের সঙ্গে আমাদের সংকটকালীন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওই ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।’
তিনি শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বাতাক্লঁতে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। হামলায় নিহত ১২৯ জনের মধ্যে এখানেই নিহত হয় ৮৯ জন। হামলার সময় আমেরিকান রক ব্যান্ড ঈগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করছিল।
ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এখনো আহত নাগরিকদের নাম জানতে পারেনি।
ফ্রান্সে ওই সন্ত্রাসী হামলায় আহত ১৩২ জনের মধ্যে ২০ জনের বেশি বিদেশী নাগরিক।