সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্রিটিশ বিমান হামলা

SHARE

457মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই এ হামলা শুরু করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর বিবিসি ও গার্ডিয়ান।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ অ্যাক্রোটিরি’ থেকে চারটি যুদ্ধবিমান উড়াল দিয়েছে। পরবর্তীতে ওই বিমানগুলো সিরিয়ায় হামলায় অংশ নিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরো চারটি যুদ্ধবিমান ‘প্রস্তুত’ রাখা হয়েছে। তবে সিরিয়ায় এ হামলায় ড্রোন ব্যবহারের দাবিকে প্রত্যাখ্যান করেছে।

বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর ১০ ঘণ্টা আলোচনা হয়। এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে মত দেন ৩৯৭ জন এমপি। এছাড়া এর বিপক্ষে ভোট পড়ে ২২৩টি।