টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ রবিবার বিকাল ৫টায় মিরপুর শেরে 24বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ শুরু হচ্ছে। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর জিম্বাবুয়ের বিপক্ষে এ টি২০ সিরিজও জয়ের লক্ষ্য বাংলাদেশের। আর টি২০ সিরিজে ভালো করে ওয়ানডে ক্ষত ভুলতে চাইবে জিম্বাবুয়ে। এমন লক্ষ্য নিয়েই ২ ম্যাচ সিরিজের ২য় টি২০তে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে দারুন পারফরমেন্সের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে টান ৩ সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ থেকেই নিজেদের দাপট অব্যাহত রাখে টাইগাররা।
বর্তমান পারফরমেন্সই অনুপ্রেরণার বড় উৎস বাংলাদেশের। সে প্রেরনা থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো করার লক্ষ্য থাকবে টাইগারদের। অন্যদিকে বাজেভাবে ওয়ানডে সিরিজ হেরে বেকাদায় জিম্বাবুয়ে। টি-২০ ফরম্যাটে ভালো ফলাফল করে ওয়ানডে হারের ক্ষত কিছুটা হলে ভোলার চেষ্টায় থাকবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আল আমিন হোসেন, আরফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে স্কোয়াড
এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাব, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংবে, নেভিল মাদিভা, ওয়েলিংটস মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পেনিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।