কোন্দলের জেরে ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলাকেটে হত্যা

SHARE

full_image-36140-1520757554ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কক্সবাজার প্রতিনিধি,১৯ জুন : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কোন্দলের জেরে এক রোহিঙ্গাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

সোমবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা আরিফ উল্লাহ (৪৫) ওই ব্লকের এখলাছ মিয়ার ছেলে। তার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আমরা ধারণা করছি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। জড়িতদের ধরতে অভিযান চলছে।