আশুলিয়ায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

SHARE

397আশুলিয়া শিল্পাঞ্চলে একটি প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে শিল্পাঞ্চলের দক্ষিণ গাজীরচট এলাকায় ওই কারখানাতে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ জানান, কারখানাটিতে প্লাস্টিক জাতীয় পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। তবে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে কারখানাটির ম্যানেজার দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।