
তিনি বলেন, তদন্তে কারো অসততা এবং আইন বহির্ভূত কাজের প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। তাছাড়া পুলিশ বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে কাউ পার পাবে না বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার আরো বলেন, অভিযুক্ত ডিআইজি’র বিরুদ্ধে একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
প্রসঙ্গত, গত জুলাই মাসে এল নারীকে বেইলি রোডের বাসায় তিনদিন আটকে রেখে জোর করে বিয়ে করেন বলে অভিযোগ মিলেছে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। এছাড়া ওই নারীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে কারাগারে পাঠানোর অভিযোগও করেছেন সেই নারী।