ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ জানুয়ারী : দাউদকান্দির চাঁদগাঁও-এর ওরা দুই ভাই-বোন সদ্য প্রকাশিত পিইসিতে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার শহীদনগর চাঁদগাঁও গ্রামের মোঃ রাইয়ান সরকার অজয় ও রাফিজা নাজনিন অর্নিয়া ঢাকা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ হতে এবার পিইসিতে জিপিএ-৫ পেয়েছে। ওরা দুই জন ভাই-বোন, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হিসাব বিজ্ঞান) মোঃ মোহতাসিম বিল্লাহ স্বপন ও সমাজসেবী মিসেস কূহিনুর আক্তারের সুযোগ্য সন্তান। মোঃ রাইয়ান সরকার অজয় ও রাফিজা নাজনিন অর্নিয়া বড় হয়ে মানুষের সেবায় নিজেদের নিবেদিত করতে চান। ওরা সকলের কাছে দোয়া কামনা করেন।