ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হোমনা প্রতিনিধি,২৮ ডিসেম্বর : কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ীতে হামলা ও এলোপাতিরা গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাশে।
সন্ত্রাসীদের ইটপাটকেল ও এলোপাতারী গুলিতে একটি ঝাঝড়া হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।
সরজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে ফেরার পথে জিয়ারকান্দি গোমতী ব্রীজের উত্তর পাশে পৌছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে সোহেল শিকদারের গাড়ীর গতি রোধ করার চেষ্ঠা করে। এতে গাড়ীটি সজোরে টান দিলে সন্ত্রাসীরা এলোপাতারী গুলি বর্ষণ শুরু করে। এসময় সন্ত্রাসীদের গুলির শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। আতঙ্কে মানুষ দিগ¦ীদিগ ছুটোছুটি করতে শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সন্ত্রাসীদের এলোপাারী গুলি ও ইটপাটকেলের আঘাতে ঢাকা মেট্রো-গ, ৩২-৯২৩৩ প্রাইভেটকারটি ঝাঝড়া হয়ে যায়।
এদেকি বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের উপড় সন্ত্রাসী হামলার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে পুরো তিতাস উপজেলাসহ আশ-পাশের উপজেলায়। খবর পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তাকে দেখার জন্য ছুটে আসেন তিতাস উপজেলার গাজীপুরস্থ ময়নারকান্দি বাসভবনে। ফেসবুকে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্ট্যাটাস দেয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা।
তারা জানায়, সোহেল শিকদারের উপড় সন্ত্রাসী হামলা এটা নতুন কিছু নয়। এরপূর্বেও মজিদপুর একটি অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করেছিলো সন্ত্রাসীরা। তিতাস উপজেলায় একমাত্র আওয়ামীলীগের মনোনীত জনপ্রতিনিধি হওয়ায় স্বাধীনতা বিরোধী একটা প্রভাবশালী কুচক্রী মহল নানাহ অপতৎপরতা এবং মিথ্যা মামলাসহ ঘোর ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন ধরে।
তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বলেন, যেসকল সন্ত্রাসীরা এমন ঘৃণিতকাজ করেছে আমি এর তিব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
দপ্তর সম্পাদক মীর শওকত লিটন বলেন, ইতোমধ্যে সোহেল শিকদারকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়েও হয়রানী করেছিলো। কিন্তু পুলিশের তদন্তে সেসব মামলা আদালতে মিথ্যা প্রমানিত হয়েছে। এই হামলা পূর্ব শত্রুতার জের ধরেই।
এবিষয়ে তিতাস থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম টিপু বলেন, ভাইস চেয়ারম্যানের উপর সন্ত্রাসী ঘটনাটি শুনেছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।