ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাংবাদিককে মারধরের অভিযোগে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক ও ফার্সি বিভাগের ছাত্র আহমেদ ফয়সাল, কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের আনোয়ারুল কবির, ইংরেজি বিভাগের তোফায়েল হোসেন ও একই বিভাগের আশরাফুল ইসলাম সাকিব।
তারা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪-এর সাংবাদিক মাসুম বিল্লাহ আরেক নারী সাংবাদিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের চার নেতা-কর্মী এসে তাদের পরিচয় জানতে চান। দুই সাংবাদিক বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এই পরিচয় পাওয়ার পরও তারা মাসুম বিল্লাহকে মারধর করেন।
ওই সময় আশপাশে থাকা অন্য সাংবাদিকেরা এ ঘটনা দেখে এগিয়ে গিয়ে হামলার শিকার সাংবাদিককে উদ্ধার করেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।