‘লাবণ্য’ চরিত্রে জয়া আহসান

SHARE

joyaওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১৭ নভেম্বর :  কবি জীবনানন্দের জীবন নিয়ে নির্মাণাধীন ‘ঝরা পালক’ ছবিতে কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রটি করছেন বাংলাদেশের জয়া আহসান। গত মঙ্গলবার কলকাতার আহিরীটোলায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

এই ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন কলকাতার ব্রাত্য বসু ও রাহুল। দুই অভিনেতাকে দেখা যাবে কবির দুটি বয়সের চরিত্রে।

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, ‘ব্রাত্য বসুর সঙ্গে জীবনানন্দের চেহারার অনেকটা মিল খুঁজে পেয়েছেন। এ কারণেই কবির ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটির চিত্রনাট্য তৈরিতে সহায়ক হয়েছিল মূলত কবির লেখা উপন্যাসগুলো।’

শুটিং শেষ করে এ বছর সম্পাদনার কাজও শুরু করে দেবেন সায়ন্তন। বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে আসার পর সবার জন্য অবমুক্ত করা হবে ‘ঝরা পালক’, এমটাই ইচ্ছে পরিচালকের।

জীবনানন্দের প্রসঙ্গ এলেই আসে বনলতা বা সুরঞ্জনার কথা। তাহলে কেন লাবণ্যর চরিত্রে জয়া?

এ প্রসঙ্গে জয়া বলেছেন, ‘লাবণ্যই বনলতা, লাবণ্যই কবির সুরঞ্জনা। লাবণ্যই হচ্ছে মাল্যবানের অ্যান্টিথিসিস।’ পরিচালকেও একই মত, তাই আলাদা করে বনলতা নামের কোনো চরিত্র রাখা হয়নি ছবিতে।

জীবনানন্দ দাশকে নিয়ে বাঙালির প্রবল উৎসাহ। তার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সেই উৎসাহে যুক্ত হবে নতুন মাত্রা।