কাকরাইলে মা-ছেলে হত্যায় জনির স্বীকারোক্তি

SHARE

jony@abnews_109995ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ নভেম্বর :  কাকরাইলে শামসুন্নাহার ও তাঁর ছোট ছেলে শাওন হত্যায় আল আমিন ওরফে জনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে এ স্বীকারোক্তি দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রমনা থানার পরিদর্শক আলী হোসেন আসামি জনিকে রিমান্ড শেষে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আনিসুর আরো জানান, জবানবন্দি শেষে বিচারক আসামি জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব আসামি জনিকে ছয়দিনের রিমান্ডে পাঠান।

গত ৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, গ্রেপ্তার জনিই মা-ছেলে হত্যার মূল হোতা।