সুপ্রিম কোর্ট প্রশাসনে প্রজ্ঞাপন জারি: ১০ কর্মকর্তাকে বদলি

SHARE

highcourt_105410ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ অক্টোবর : সুপ্রিম কোর্ট প্রশাসনের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বরত ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে দুপুরে তাদের বদলির বিষয়ে আইন মন্ত্রণালয়কে অনুমোদন দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে তাদের অন্যত্র বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমোদন ক্রমে তাদের দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন- প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী (একান্ত সচিব) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার মো. জাকির হাসেন, হাইকোর্ট বিভগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইন, ডেপুর্টি রেজিস্ট্রার মো. আজিজুল হক ও ফারজানা ইয়াসমিন এবং ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার।

রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলামকে বদলি করে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা জজ, প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী আনিসুর রহমানকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ, ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এন ইসমাইলকে বরগুনার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) যাবিদ হোসেনকে রংপুরের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার দিলজার হোসেনকে ঢাকা স্পেশাল জেলা জজ, ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা জজ, ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙা অতিরিক্ত জেলা জজ পদে বদলি করা হয়েছে।