সফ্টওয়্যার টেষ্টিং বিষয়ে কর্মশালা

SHARE

imagesবার্তা প্রেরক,মো: মজিবুর রহমান খোকন, সহকারি পরিচালক (জনসংযোগ) : আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ার তৈরি করার ল্েয ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্টিং বোর্ডের (www.istqb.org) অধিভুক্ত ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) আগামি ২৮ অক্টোবর, ২০১৭ ইং ”সফটওয়্যার টেষ্টিং” বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালা পরিচালনা করবেন আই.এস.টি.কিউ.বি সার্টিফাইড টেষ্ট ইঞ্জিনিয়ার । কর্মশালায় সফটওয়ার এ আন্তর্জাতিক মান দেওয়ার বিভিন্ন কৌশল দেখানো হবে।

দেশের বিভিন্ন সফ্টওয়্যার প্রতিষ্ঠানের সফ্টওয়্যার ডেভেলপার এবং সফ্টওয়্যার টেষ্টিং ও কোয়ালিটি মেইন্টেনেন্সের সাথে জড়িত ও সংশ্লিষ্ট বিষয়ের ফ্রেস গ্র্যাজুয়েট, যারা সফটওয়্যার টেষ্টিংকে পেশা হিসেবে নিতে চায়, তারা এ কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৬ অক্টোবর, ২০১৭। বিস্তারিত: ০১৭১৩-৪৯৩১৬৩, ৯১১৭২০৫, goo.gl/Y8K7WY|